Published on রবীন্দ্র রচনাবলী (http://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
কনিকা,১৯
কনিকা
অসাধ্য চেষ্টা
শক্তি যার নাই নিজে বড়ো হইবারে
বড়োকে করিতে ছোটো তাই সে কি পারে?
বড়োকে করিতে ছোটো তাই সে কি পারে?
ভালো মন্দ
জাল কহে, পঙ্ক আমি উঠাব না আর।
জেলে কহে, মাছ তবে পাওয়া হবে ভার।
জেলে কহে, মাছ তবে পাওয়া হবে ভার।
একই পথ
দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি।
সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?
সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?
কাকঃ কাকঃ পিকঃ পিকঃ
দেহটা যেমনি ক’রে ঘোরাও যেখানে
বাম হাত বামে থাকে, ডান হাত ডানে।
বাম হাত বামে থাকে, ডান হাত ডানে।
গালির ভঙ্গি
লাঠি গালি দেয়, ছড়ি, তুই সরু কাঠি!
ছড়ি তারে গালি দেয়, তুমি মোটা লাঠি!
ছড়ি তারে গালি দেয়, তুমি মোটা লাঠি!
কলঙ্কব্যবসায়ী
ধুলা, করো কলঙ্কিত সবার শুভ্রতা
সেটা কি তোমারি নয় কলঙ্কর কথা?
সেটা কি তোমারি নয় কলঙ্কর কথা?