Published on রবীন্দ্র রচনাবলী (http://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


খেয়া - উৎসর্গ,২
খেয়া

      সারা দিনের গন্ধগীতি

      সারা দিনের আলোর স্মৃতি

      নিয়ে এ যে হৃদয়ভারে

             ধরায় অবনতা—

      আমার        লজ্জাবতী লতা।

 

বন্ধু,   তুমি জান ক্ষুদ্র যাহা

             ক্ষুদ্র তাহা নয়,

      সত্য যেথা কিছু আছে

             বিশ্ব সেথা রয়।

 

      এই - যে মুদে আছে লাজে

      পড়বে তুমি এরি মাঝে

      জীবনমৃত্যু রৌদ্রছায়া

             ঝটিকার বারতা।

      আমার        লজ্জাবতী লতা।

কলিকাতা

১৮ আষাঢ়, ১৩১৩