Published on রবীন্দ্র রচনাবলী (http://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


খেয়া - শেষ খেয়া,২
খেয়া

দিনের আলো যার ফুরালো, সাঁজের আলো জ্বলল না,

        সেই বসেছে ঘাটের কিনারায়।

                    ওরে আয়

           আমায় নিয়ে যাবি কে রে

                       বেলাশেষের শেষ খেয়ায়।