Published on রবীন্দ্র রচনাবলী (http://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


খেয়া - অনাবশ্যক,২
খেয়া

                 আমার ঘরে হয় নি আলো জ্বালা,

                      দেউটি তব হেথায় রাখো বালা। '

      আমার মুখে দুটি নয়ন কালো

          ক্ষণেক - তরে রইল চেয়ে ভুলে।

      সে কহিল, ‘ আমার এ যে আলো

           আকাশপ্রদীপ শূন্যে দিব তুলে। '

               চেয়ে দেখি শূন্য গগনকোণে

                   প্রদীপখানি জ্বলে অকারণে।

 

           অমাবস্যা আঁধার দুই - পহরে

                জিজ্ঞাসিলাম তাহার কাছে গিয়ে,

           ‘ ওগো, তুমি চলেছ কার তরে

                 প্রদীপখানি বুকের কাছে নিয়ে।

                     আমার ঘরে হয় নি আলো জ্বালা,

                         দেউটি তব হেথায় রাখো বালা। '

 

অন্ধকারে দুটি নয়ন কালো

        ক্ষণেক মোরে দেখলে চেয়ে তবে,

সে কহিল, ‘ এনেছি এই আলো,

        দীপালিতে সাজিয়ে দিতে হবে। '

           চেয়ে দেখি লক্ষ দীপের সনে

                  দীপখানি তার জ্বলে অকারণে।