Published on রবীন্দ্র রচনাবলী (http://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


খেয়া - অবারিত,৩
খেয়া

              ঢাকে তারে আকাশ - ভরা

                        উদাস নীরবতা।

              ফিরিয়ে দিতে পারি না যে

                       হায় রে—

              চেয়ে থাকি সে মুখ - পানে—

              রাত্রি বহে যায়, নীরবে

                      রাত্রি বহে যায় রে।