Published on রবীন্দ্র রচনাবলী (http://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


খেয়া - লীলা,২
খেয়া

              রেখাবিহীন মুক্ত আকাশ

                   হাসবে চারি ধারে।

              মেঘের খেলা মিশিয়ে যাবে

                   জ্যোতিসাগরপারে।