Published on রবীন্দ্র রচনাবলী (http://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


খেয়া - ফুল ফোটানো,২
খেয়া

ফুল যেন চায় উড়ে যেতে,

পাতার পাখা মেলে দিয়ে

          হাওয়ায় থাকে লোটাতে।

রঙ যে ফুটে ওঠে কত

প্রাণের ব্যাকুলতার মতো,

যেন কারে আনতে ডেকে

          গন্ধ থাকে ছোটাতে।

যে পারে সে আপনি পারে,

          পারে সে ফুল ফোটাতে।