Published on রবীন্দ্র রচনাবলী (http://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


খেয়া - কোকিল,২
খেয়া

       তেমনি সুরেই ডাকো।

ঘাটের সিঁড়ি ভেঙে গেছে,

       ফেটেছে সেই ছাদ—

রূপকথা আজ কাহার মুখে

       শুনবে সাঁঝের চাঁদ।

 

শহর থেকে ঘণ্টা বাজে,

       সময় নাই রে হায়

ঘর্ঘরিয়া চলেছি আজ

       কিসের ব্যর্থতায়।

আর কি বধূ, গাঁথ’ মালা—

       চোখে কাজল আঁক’?

পুরানো সেই দিনের সুরে

       কোকিল কেন ডাক’।