Published on রবীন্দ্র রচনাবলী (http://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


সানাই - যক্ষ, ২
সানাই

               নাই মর্তভূমে

 

     জাগরণ নাহি যার স্বপ্নমুগ্ধ ঘুমে।

          প্রভুবরে যক্ষের বিরহ

     আঘাত করিছে ওর দ্বারে অহরহ।

          স্তব্ধগতি চরমের স্বর্গ হতে

ছায়ায়-বিচিত্র এই নানাবর্ণ মর্তের আলোতে

          উহারে আনিতে চাহে

                তরঙ্গিত প্রাণের প্রবাহে।