Published on রবীন্দ্র রচনাবলী (http://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
পূরবী- চিঠি, ৪
পূরবী
স্বপ্নসম পরবাসে এলি পাশে কোথা হতে তুই
ও আমার জুঁই!
অজানা ভাষার দেশে
সহসা বলিলি এসে,
‘আমারে চেন কি।’
তোর পানে চেয়ে চেয়ে
হৃদয় উঠিল গেয়ে,
‘চিনি, চিনি সখী!’
কত প্রাতে জানায়েছে চির পরিচিত তোর হাসি,
‘আমি ভালোবাসি।’
ও আমার জুঁই!
আজ তাই পড়ে মনে
বাদল-সাঁঝের বনে
ঝর ঝর ধারা,
মাঠে মাঠে ভিজে হাওয়া
যেন কী-স্বপনে-পাওয়া,
ঘুরে ঘুরে সারা।
সজল তিমিরতলে তোর গন্ধ বলেছে নিশ্বাসি,
‘আমি ভালোবাসি।’
ও আমার জুঁই!
মনে পড়ে কত রাতে
দীপ জ্বলে জানালাতে
বাতাসে চঞ্চল।
মাধুরী ধরে না প্রাণে,
কী বেদনা বক্ষে আনে,
চক্ষে আনে জল।
সে রাতে তোমার মালা বলেছে মর্মের কাছে আসি,
‘আমি ভালোবাসি।’
ও আমার জুঁই!
অজানা ভাষার দেশে
সহসা বলিলি এসে,
‘আমারে চেন কি।’
তোর পানে চেয়ে চেয়ে
হৃদয় উঠিল গেয়ে,
‘চিনি, চিনি সখী!’
কত প্রাতে জানায়েছে চির পরিচিত তোর হাসি,
‘আমি ভালোবাসি।’
বিরহব্যথার মতো এলি প্রাণে কোথা হতে তুই
ও আমার জুঁই!
আজ তাই পড়ে মনে
বাদল-সাঁঝের বনে
ঝর ঝর ধারা,
মাঠে মাঠে ভিজে হাওয়া
যেন কী-স্বপনে-পাওয়া,
ঘুরে ঘুরে সারা।
সজল তিমিরতলে তোর গন্ধ বলেছে নিশ্বাসি,
‘আমি ভালোবাসি।’
মিলনসুখের মতো কোথা হতে এসেছিস তুই
ও আমার জুঁই!
মনে পড়ে কত রাতে
দীপ জ্বলে জানালাতে
বাতাসে চঞ্চল।
মাধুরী ধরে না প্রাণে,
কী বেদনা বক্ষে আনে,
চক্ষে আনে জল।
সে রাতে তোমার মালা বলেছে মর্মের কাছে আসি,
‘আমি ভালোবাসি।’