Published on রবীন্দ্র রচনাবলী (http://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


রোগশয্যায় - ৮
৮

মনে হয় হেমন্তের দুর্ভাষার কুজ্ঝটিকা-পানে

আলোকের কী যেন ভর্ৎসনা

দিগন্তের মূঢ়তারে তুলিছে তর্জনী।

পাণ্ডুবর্ণ হয়ে আসে সূর্যোদয়

আকাশের ভালে,

লজ্জা ঘনীভূত হয়,

হিমসিক্ত অরণ্যছায়ায়

স্তব্ধ হয় পাখিদের গান।