Published on রবীন্দ্র রচনাবলী (http://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


নবীন- দ্বিতীয় পর্ব,৯
নবীন

বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক —

যায় যদি সে যাক।

রইল তাহার বাণী, রইল ভরা সুরে,

রইবে না সে দূরে —

হৃদয় তাহার কুঞ্জে তোমার

রইবে না নির্বাক্‌।

ছন্দ তাহার রইবে বেঁচে

কিশলয়ের নবীন নাচে নেচে নেচে।

তারে তোমার বীণা যায় না যেন ভুলে,

তোমার ফুলে ফুলে

মধুকরের গুঞ্জরণে বেদনা তার থাক্‌॥

 

তবে    শেষ করে দাও শেষ গান,

তার পরে যাই চলে।

তুমি    ভুলো না গো এ রজনী

আজ   রজনী ভোর হলে।

এর ভয় হয়েছে সব কথা বলা হল না। এ দিকে বসন্তের পালা সাঙ্গ হল। ত্বরা কর্ গো, ত্বরা কর্— বাতাস তপ্ত হলে এল, এইবেলা রিক্ত হবার আগে অঞ্জলি পূর্ণ করে দে — তার পরে আছে করুণ ধূলি তার আঁচল বিছিয়ে।

যখন    মল্লিকাবনে প্রথম ধরেছে কলি

  তোমার লাগিয়া তখনি বন্ধু,

বেঁধেছিনু অঞ্জলি।

  তখনো কুহেলিজালে

সখা,    তরুণী উষার ভালে

  শিশিরে শিশিরে অরুণমালিকা

উঠিতেছে ছলছলি।

 

এখনো বনের গান

বন্ধু,   হয় নি তো অবসান,

তবু   এখনি যাবে কি চলি।

ও মোর করুণ   বল্লিকা,

তোর   শ্রান্ত মল্লিকা

ঝরো-ঝরো হল, এই বেলা তোর

   শেষ কথা দিস বলি॥