মোরে। সত্য করে বলো আরবার। দেবী
নাই?
রঘুপতি। নাই।
গুণবতী। দেবী নাই?
রঘুপতি। নাই।
গুণবতী। দেবী নাই!
তবে কে রয়েছে?
রঘুপতি। কেহ নাই। কিছু নাই।
গুণবতী। নিয়ে যা, নিয়ে যা পূজা! ফিরে যা, ফিরে যা!
বল্ শীঘ্র কোন্ পথে গেছে মহারাজ।
অপর্ণার প্রবেশ
অপর্ণা। পিতা!
রঘুপতি। জননী, জননী, জননী আমার!
পিতা! এ তো নহে ভৎর্সনার নাম। পিতা!
মা জননী, এ পুত্রঘাতীরে পিতা ব'লে
যে জন ডাকিত, সেই রেখে গেছে ওই
সুধামাখা নাম তোর কণ্ঠে, এইটুকু
দয়া করে গেছে। আহা, ডাক্ আরবার!
অপর্ণা। পিতা, এসো এ মন্দির ছেড়ে যাই মোরা।
পুষ্প-অর্ঘ্য লইয়া
গোবিন্দমাণিক্যের প্রবেশ
গোবিন্দমাণিক্য। দেবী কই?
রঘুপতি। দেবী নাই।
গোবিন্দমাণিক্য। একি রক্তধারা!
রঘুপতি। এই শেষ পুণ্যরক্ত এ পাপ-মন্দিরে।
জয়সিংহ নিবায়েছে নিজ রক্ত দিয়ে
হিংসারক্তশিখা।
গোবিন্দমাণিক্য। ধন্য ধন্য জয়সিংহ,
এ পূজার পুষ্পাঞ্জলি সঁপিনু তোমারে।