Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


সোনার তরী - সোনার তরী,২
সোনার তরী
     যত চাও তত লও তরণী-’পরে।
     আর আছে?— আর নাই, দিয়েছি ভরে।
            এতকাল নদীকূলে
            যাহা লয়ে ছিনু ভুলে
            সকলি দিলাম তুলে
                    থরে বিথরে—
     এখন আমারে লহ করুণা করে।

     ঠাঁই নাই, ঠাঁই নাই— ছোটো সে তরী
     আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
            শ্রাবণগগন ঘিরে
            ঘন মেঘ ঘুরে ফিরে,
            শূন্য নদীর তীরে
                    রহিনু পড়ি—
     যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।