Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


সন্ধ্যাসংগীত - সন্ধ্যা,৩
সন্ধ্যাসংগীত
               একা সেথা রহিবে বসিয়া,  
               মাঝে মাঝে দু - একটি তারা
               সেথা আসি পড়িবে খসিয়া।