Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
ক্ষণিকা - ক্ষতিপূরণ, ৩
ক্ষণিকা
সেসব - ক্ষতি - পূরণ প্রতি
দৃষ্টি রাখি
হরিণ - আঁখি!
লোকের মনে সিংহাসনে
নাইকো দাবি—
তোমার মনোগৃহের কোনো
দাও তো চাবি।
মরার পরে চাই নে ওরে
অমর হতে,
অমর হব আঁখির তব
সুধার স্রোতে।
খ্যাতির ক্ষতি - পূরণ প্রতি
দৃষ্টি রাখি
হরিণ - আঁখি!