Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


সন্ধ্যাসংগীত - পাষাণী,৩
সন্ধ্যাসংগীত

  তোমারে যে পূজা করি, তোমারে যে দিই ফুল,

  ভালোবাসি বলে যেন কখনো কোরো না ভুল।

  যে জন দেবতা মোর কোথা সে আছে না জানি,

  তুমি তো কেবল তার পাষাণ প্রতিমাখানি।

  তোমার হৃদয় নাই, চোখে নাই অশ্রুধার,

  কেবল রয়েছে তব পাষাণ - আকার তার।