Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
ক্ষণিকা - কূলে, ২
ক্ষণিকা
ঘাসের ‘পরে অশথতলে
যাচ্ছে বেলা বয়ে—
দাও আমারে কয়ে
আজকে এমন বিজন প্রাতে
আর কারে কি চাই?
সে কহিল, ভাই,
না ই, না ই, নাই গো আমার
কারেও কাজ নাই।