Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


ক্ষণিকা - অতিথি, ৩
ক্ষণিকা

ওগো বধূ, হয় নি তোমার কাজ

             গৃহ - কাজ?

ওই শোনো কে অতিথ এল আজ

            এল আজ।