Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
কাহিনী - বিসর্জন, ৪
কাহিনী
জাগিয়াছে কলরোল
অদূরে জাহ্নবীজলে, এসেছে জোয়ার
পূর্ণিমায়। শিশুর তাপিত দেহভার
বক্ষে লয়ে মাতা, গেল শূন্যঘাট - পানে।
কহিল, ‘ মা, মার ব্যথা যদি বাজে প্রাণে
তবে এ শিশুর তাপ দে গো মা জুড়ায়ে।
একমাত্র ধন মোর দিনু তোর পায়ে
এক - মনে। ' এত বলি সমর্পিল জলে
অচেতন শিশুটিরে লয়ে করতলে
চক্ষু মুদি। বহুক্ষণ আঁখি মেলিল না ;
ধ্যানে নিরখিল বসি মকরবাহনা
জ্যোতির্ময়ী মাতৃমূর্তি ক্ষুদ্র শিশুটিরে
কোলে ক ' রে এসেছেন, রাখি তার শিরে
একটি পদ্মের দল ; হাসিমুখে ছেলে
অনিন্দিত কান্তি ধরি দেবী - কোল ফেলে
মার কোলে আসিবারে বাড়ায়েছে কর।
কহে দেবী, ‘ রে দুঃখিনী, এই তুই ধর্
তোর ধন তোরে দিনু। ' রোমাঞ্চিতকায়
নয়ন মেলিয়া কহে, ‘ কই মা!... কোথায়! '
পরিপূর্ণ চন্দ্রালোকে বিহ্বলা রজনী ;
গঙ্গা বহি চলি যায় করি কলধ্বনি।
চীৎকারী উঠিল নারী, ‘ দিবি নে ফিরায়ে? '
মর্মরিল বনভূমি দক্ষিণের বায়ে।