Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
চিত্রাঙ্গদা- ৬,২২
চিত্রাঙ্গদা
এস’ থরথরকম্পিত
মর্মরমুখরিত
মধুসৌরভপুলকিত
ফুল-আকুল মালতিবল্লিবিতানে
সুখছায়ে মধুবায়ে।
এস’ এস’।
এস’ বিকশিত উন্মুখ,
এস’ চির-উৎসুক,
নন্দনপথচিরযাত্রী।
আন’ বাঁশরিমন্দ্রিত মিলনের রাত্রি,
পরিপুর্ণ সুধাপাত্র নিয়ে এস’।
এস’ অরুণচরণ কমলবরণ
তরুণ ঊষার কোলে।
এস’ জ্যোৎস্নাবিবশ নিশীথে,
এস’ নীরব কুঞ্জকুটিরে,
সুখসুপ্ত সরসীনীরে।
এস’ এস’।
এস’ তড়িৎশিখাসম ঝঞ্ঝাবিভঙ্গে,
সিন্ধুতরঙ্গদোলে।
এস’ জাগরমুখর প্রভাতে,
এস’ নগরে প্রান্তরে বনে,
এস’ কর্মে বচনে মনে।
এস’ এস’।
এস’ মঞ্জিরগুঞ্জর চরণে,
এস’ গীতমুখর কলকণ্ঠে।
এস’ মঞ্জুল মল্লিকামাল্যে,
এস’ কোমল কিশলয়বসনে।
এস’ সুন্দর, যৌবনবেগে।
এস’ দৃপ্ত বীর, নব তেজে।
ওহে দুর্মদ, কর’ জয়যাত্রা।
চল’ জরাপরাভব সমরে–
পবনে কেশররেণু ছড়ায়ে,
মর্মরমুখরিত
মধুসৌরভপুলকিত
ফুল-আকুল মালতিবল্লিবিতানে
সুখছায়ে মধুবায়ে।
এস’ এস’।
এস’ বিকশিত উন্মুখ,
এস’ চির-উৎসুক,
নন্দনপথচিরযাত্রী।
আন’ বাঁশরিমন্দ্রিত মিলনের রাত্রি,
পরিপুর্ণ সুধাপাত্র নিয়ে এস’।
এস’ অরুণচরণ কমলবরণ
তরুণ ঊষার কোলে।
এস’ জ্যোৎস্নাবিবশ নিশীথে,
এস’ নীরব কুঞ্জকুটিরে,
সুখসুপ্ত সরসীনীরে।
এস’ এস’।
এস’ তড়িৎশিখাসম ঝঞ্ঝাবিভঙ্গে,
সিন্ধুতরঙ্গদোলে।
এস’ জাগরমুখর প্রভাতে,
এস’ নগরে প্রান্তরে বনে,
এস’ কর্মে বচনে মনে।
এস’ এস’।
এস’ মঞ্জিরগুঞ্জর চরণে,
এস’ গীতমুখর কলকণ্ঠে।
এস’ মঞ্জুল মল্লিকামাল্যে,
এস’ কোমল কিশলয়বসনে।
এস’ সুন্দর, যৌবনবেগে।
এস’ দৃপ্ত বীর, নব তেজে।
ওহে দুর্মদ, কর’ জয়যাত্রা।
চল’ জরাপরাভব সমরে–
পবনে কেশররেণু ছড়ায়ে,