আনন্দ। জল দাও আমায় জল দাও।
রৌদ্র প্রখরতর, পথ সুদীর্ঘ, হা,
আমায় জল দাও।
আমি
তাপিত পিপাসিত,
আমায় জল দাও।
আমি শ্রান্ত, হা,
আমায় জল দাও॥ স্বরলিপি [2]
প্রকৃতি। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে–
আমি চণ্ডালের কন্যা,
মোর কূপের বারি অশুচি।
আমি চণ্ডালের কন্যা।
তোমারে দেব জল হেন পুণ্যের আমি
নহি অধিকারিণী।
আমি চণ্ডালের কন্যা॥ স্বরলিপি [3]
আনন্দ। যে মানব আমি সেই মানব তুমি কন্যা।
সেই বারি তীর্থবারি যাহা তৃপ্ত করে তৃষিতেরে,
যাহা তাপিত শ্রান্তেরে স্নিগ্ধ করে সেই তো পবিত্র বারি।
জল দাও আমায় জল দাও।
জলদান
কল্যাণ হোক তব কল্যাণী॥ স্বরলিপি [4]
প্রকৃতি। শুধু একটি গণ্ডূষ জল,
আহা, নিলেন তাঁহার করপুটের কমলকলিকায়।
আমার কূপ যে হল অকূল সমুদ্র–
Links:
[1] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D18_10.xml
[2] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D18_10a.xml
[3] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D18_11.xml
[4] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D18_12.xml