Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
খেয়া - অনাহত,২
খেয়া
শূন্যে বাঁধনহীন,
পাগল উঠে জেগে—
যদি তোমার ঢাকা ঘরে
যত আগল আছে
সকলি যায় দূরে—
ওই - যে বসন নেমে পড়ে
তোমার আঁখির কাছে
ও যদি যায় উড়ে—
তীব্র তড়িৎহাসি হেসে
বজ্রভেরীর স্বরে
তোমার ঘরে ঢুকি
জগৎ যদি এক নিমেষে
শক্তিমূর্তি ধ’রে
দাঁড়ায় মুখোমুখি—
কোথায় থাকে আধেক - ঢাকা
অলস দিনের ছায়া,
বাতায়নের ছবি,
কোথায় থাকে স্বপন - মাখা
আপন - গড়া মায়া—
উড়িয়া যায় সবি।
তখন তোমার ঘোমটা - খোলা
কালো চোখের কোণে
কাঁপে কিসের আলো,
ডুবে তোমার আপন - ভোলা
প্রাণের আন্দোলনে
সকল মন্দ ভালো।
বক্ষে তোমার আঘাত করে
উত্তাল নর্তনে
রক্ততরঙ্গিণী।
অঙ্গে তোমার কী সুর তুলে