রেখে দেব আসন পেতে হৃদয়েতে
পথের ধুলো ভিজিয়ে দেব অশ্রুনীরে। হায়!
যায় যদি যাক শৈলশিরে–
আসুক ফিরে, আসুক ফিরে।
লুকিয়ে রব গিরিগুহায়, ডাকব উহায়–
আমার স্বপন ওর জাগরণ রইবে ঘিরে। হায়॥ স্বরলিপি [1]
ভাবনা করিস নে তুই–
এই দেখ্ মায়াদর্পণ আমার–
হাতে নিয়ে নাচবি যখন
দেখতে পাবি তাঁর কী হল দশা।
এইবার এসো এসো রুদ্রভৈরবের সন্তান,
জাগাও তাণ্ডবনৃত্য।
এইবার এসো এসো॥ স্বরলিপি [2]
প্রকৃতি। ওই দেখ্ পশ্চিমে মেঘ ঘনালো,
মন্ত্র খাটবে মা, খাটবে–
উড়ে যাবে শুষ্ক সাধনা সন্ন্যাসীর
শুষ্ক পাতার মতন।
নিববে বাতি, পথ হবে অন্ধকার,
ঝড়ে-বাসা-ভাঙা পাখি
সে-যে ঘুরে ঘুরে পড়বে এসে মোর দ্বারে।
দুরুদুরু করে মোর বক্ষ,
মনের মাঝে ঝিলিক দিতেছে বিজুলি।
দূরে যেন ফেনিয়ে উঠেছে সমুদ্র–
তল নেই, কূল নেই তার।
Links:
[1] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D18_53.xml
[2] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D18_54.xml