Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
চণ্ডালিকা- তৃতীয় দৃশ্য, ১৯
চণ্ডালিকা
মায়াটান ওই টানল, টানল,
টানল।
বেঁধে আনল, বেঁধে আনল, বেঁধে আনল॥
–
এইবার নৃত্যে করো আহ্বান–
ধর্ তোরা গান।
আয় তোরা যোগ দিবি আয় যোগিনীর দল।
আয় তোরা আয়।
আয় তোরা আয়।
আয় তোরা আয়॥ স্বরলিপি [1]
সকলে। ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন
তেমনি উঠে এসো এসো।
শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে অগ্নি
তেমনি তুমি এসো এসো।
ঈশানকোণে কালো মেঘের নিষেধ বিদারি
যেমন আসে সহসা বিদ্যুৎ,
তেমনি তুমি চমক হানি এসো হৃদয়তলে,
এসো তুমি, এসো তুমি, এসো এসো।
আঁধার যবে পাঠায় ডাক মৌন-ইশারায়
যেমন আসে কালপুরুষ সন্ধ্যাকাশে,
তেমনি তুমি এসো, তুমি এসো এসো।
সুদূর হিমগিরির শিখরে
মন্ত্র যবে প্রেরণ করে তাপস বৈশাখ,
প্রখর তাপে কঠিন ঘন তুষার গলায়ে
বন্যাধারা যেমন নেমে আসে–
তেমনি তুমি এসো, তুমি এসো এসো॥ স্বরলিপি [2]
মা। আর দেরি করিস নে দেখ্ দর্পণ–
আমার শক্তি হল যে ক্ষয়॥ স্বরলিপি [3]
প্রকৃতি। না, দেখব না, আমি দেখব না।
আমি শুনব–
মনের মধ্যে আমি শুনব
ধ্যানের মধ্যে আমি শুনব
তাঁর চরণধ্বনি।
বেঁধে আনল, বেঁধে আনল, বেঁধে আনল॥
–
এইবার নৃত্যে করো আহ্বান–
ধর্ তোরা গান।
আয় তোরা যোগ দিবি আয় যোগিনীর দল।
আয় তোরা আয়।
আয় তোরা আয়।
আয় তোরা আয়॥ স্বরলিপি [1]
সকলে। ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন
তেমনি উঠে এসো এসো।
শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে অগ্নি
তেমনি তুমি এসো এসো।
ঈশানকোণে কালো মেঘের নিষেধ বিদারি
যেমন আসে সহসা বিদ্যুৎ,
তেমনি তুমি চমক হানি এসো হৃদয়তলে,
এসো তুমি, এসো তুমি, এসো এসো।
আঁধার যবে পাঠায় ডাক মৌন-ইশারায়
যেমন আসে কালপুরুষ সন্ধ্যাকাশে,
তেমনি তুমি এসো, তুমি এসো এসো।
সুদূর হিমগিরির শিখরে
মন্ত্র যবে প্রেরণ করে তাপস বৈশাখ,
প্রখর তাপে কঠিন ঘন তুষার গলায়ে
বন্যাধারা যেমন নেমে আসে–
তেমনি তুমি এসো, তুমি এসো এসো॥ স্বরলিপি [2]
মা। আর দেরি করিস নে দেখ্ দর্পণ–
আমার শক্তি হল যে ক্ষয়॥ স্বরলিপি [3]
প্রকৃতি। না, দেখব না, আমি দেখব না।
আমি শুনব–
মনের মধ্যে আমি শুনব
ধ্যানের মধ্যে আমি শুনব
তাঁর চরণধ্বনি।
Links:
[1] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D18_69_2.xml
[2] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D18_70.xml
[3] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D18_71.xml