সখীরা।  হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব–
                 
নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে,
             
কোন্ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া।
                 
স্বপনরূপিণী অলোকসুন্দরী
                        
অলক্ষ্য-অলকাপুরী-নিবাসিনী,
             
তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে॥ স্বরলিপি [1]
 
সখীরা।  ফিরে যাও, কেন ফিরে ফিরে যাও
                   
বহিয়া– বহিয়া বিফল বাসনা।
              
চিরদিন আছ দূরে
              
অজানার মতো নিভৃত অচেনা পুরে।
              
কাছে আস তবু আস না,
                    
বহিয়া বিফল বাসনা।
                    
পারি না তোমায় বুঝিতে–
              
ভিতরে কারে কি পেয়েছ,
                    
বাহিরে চাহ না খুঁজিতে?
              
না-বলা তোমার বেদনা যত
              
বিরহপ্রদীপে শিখারই মতো,
              
নয়নে তোমার উঠেছে জ্বলিয়া নীরব কী সম্ভাষণা
                    
বহিয়া বিফল বাসনা॥ স্বরলিপি [2]
      
উত্তীয়।   মায়াবনবিহারিণী হরিণী
                    
গহনস্বপনসঞ্চারিণী,
              
কেন তারে ধরিবারে করি পণ  অকারণ।
              
থাক্ থাক্ নিজমনে দূরেতে,
              
আমি শুধু বাঁশরির সুরেতে
              
পরশ করিব ওর প্রাণমন স্বরলিপি [3]
Links:
[1] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D19_12.xml
[2] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D19_13.xml
[3] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D19_14.xml