নহিলে মোদের যাবে মান॥ স্বরলিপি [1]
শ্যামা। নির্দোষী বিদেশীর রাখো প্রাণ,
দুই দিন মাগিনু সময়॥ স্বরলিপি [2]
কোটাল। রাখিব তোমার অনুনয়–
দুই দিন কারাগারে রবে,
তার পর যা হয় তা হবে॥ স্বরলিপি [3]
বজ্রসেন। এ কী খেলা হে সুন্দরী,
কিসের এ কৌতুক।
দাও অপমানদুখ, কেন দাও অপমানদুখ–
মোরে নিয়ে কেন, কেন, কেন এ কৌতুক॥ স্বরলিপি [4]
শ্যামা। নহে নহে, এ নহে কৌতুক।
মোর অঙ্গের স্বর্ণ-অলঙ্কার
সঁপি দিয়া শৃঙ্খল তোমার
নিতে পারি নিজ দেহে।
তব অপমানে মোর অন্তরাত্মা আজি
অপমান মানে॥ স্বরলিপি [5]
শ্যামা। রাজার প্রহরী ওরা অন্যায় অপবাদে
নিরীহের প্রাণ বধিবে ব’লে কারাগারে বাঁধে।
ওগো শোনো, ওগো শোনো, ওগো শোনো–
আছ কি বীর কোনো,
দেবে কি ওরে জড়িয়ে মরিতে
অবিচারের
ফাঁদে
অন্যায় অপবাদে॥ স্বরলিপি [6]
উত্তীয়। ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে–
শুধু তোমারে জানি, তোমারে জানি
Links:
[1] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D19_25.xml
[2] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D19_26.xml
[3] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D19_27.xml
[4] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D19_28.xml
[5] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D19_29.xml
[6] https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c/16053%3Fgaan%3D19_30.xml