Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


মহুয়া - প্রকাশ, ২
মহুয়া

                 তুমি মোরে করো আবিষ্কার,

    পূর্ণ ফল দেহো মোরে আমার আজন্ম প্রতীক্ষার।

            বহিতেছি অজ্ঞাতির বন্ধন সদাই,

                 মুক্তি চাই

              তোমার জানার মাঝে

            সত্য তব যেথায় বিরাজে।