Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
খেয়া - হারাধন,২
খেয়া
সবাই বলে, ‘ সকল চেয়ে
তারেই পাওয়া চাই। '
সবাই বলে, ‘ সে গিয়েছে
ভুবন কানা তাই! '
শুধু গভীর রাত্রিবেলায়
স্তব্ধ তারার দলে—
‘ মিথ্যা খোঁজা, সবাই আছে '
নীরব হেসে বলে।