ওগো, এমন সোনার মায়াখানি
কে যে গড়েছে!
মেঘ টুটে আজ প্রভাত - আলো
ফুটে পড়েছে।
বাতাস কাহার সোহাগ মাগে,
গাছে - পালায় চমক লাগে,
হৃদয় আমার বিভাস রাগে
কী গান ধরেছে!
আজ বিশ্বদেবীর দ্বারের কাছে
কোন্ সে ভিখারী
ভোরের বেলা দাঁড়িয়েছিল
দু হাত বিথারি—
আঁজল ভরে সোনা দিতে
ছাপিয়ে পড়ে চারি ভিতে,
লুটিয়ে গেল পৃথিবীতে,
এ কী নেহারি!
ওগো, পারিজাতের কুঞ্জবনে
স্বর্গপুরীতে
মৌমাছিরা লেগেছিল
মধু - চুরিতে—
আজ প্রভাতে একেবারে
ভেঙেছে চাক সুধার ভারে,
সোনার মধু লক্ষ ধারে
লাগে ঝুরিতে।
আজ সকাল হতেই খবর এল
লক্ষ্মী একেলা
অরুণরাগে পাতবে আসন