Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
চিত্রা - ব্যাঘাত, ২
চিত্রা
করিয়ো না মোরে অপরাধী
মাঝখানে থামিলাম ব ' লে।
আমি চাহি আজি রজনীতে
নীরব নির্জন
ভূমিতলে ঘুমায়ে পড়িতে
স্তব্ধ অচেতন —
খ্যাতিহীন শান্তি চাহি আমি
স্নিগ্ধ অন্ধকার।
সাঙ্গ না হইতে সব গান
ছিন্ন হল তার।