
যবে কাজ করি
প্রভু দেয় মোরে মান।
যবে গান করি
ভালোবাসে ভগবান॥ ৫২
একটি পুষ্পকলি
এনেছিনু দিব বলি।
হায় তুমি চাও সমস্ত বনভূমি —
লও, তাই লও তুমি॥ ৫৩
বসন্ত, তুমি এসেছ হেথায় —
বুঝি হল পথ ভুল।
এলে যদি তবে জীর্ণ শাখায়
একটি ফুটাও ফুল॥ ৫৪
চাহিয়া প্রভাতরবির নয়নে
গোলাপ উঠিল ফুটে।
‘ রাখিব তোমায় চিরকাল মনে '
বলিয়া পড়িল টুটে॥ ৫৫
আকাশে তো আমি রাখি নাই মোর
উড়িবার ইতিহাস।
তবু, উড়েছিনু এই মোর উল্লাস॥ ৫৬
লাজুক ছায়া বনের তলে
আলোরে ভালোবাসে।
পাতা সে কথা ফুলেরে বলে,
ফুল তা শুনে হাসে॥ ৫৭
আকাশের তারায় তারায়
বিধাতার যে হাসিটি জ্বলে
ক্ষণজীবী জোনাকি এনেছে
সেই হাসি এ ধরণীতলে॥ ৫৮