Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
বাল্মীকিপ্রতিভা (গীতি-নাট্য) -প্রথম দৃশ্য, ৩
বাল্মীকিপ্রতিভা
পিলু
প্রথম দস্যু। এখন কর্ব’ কি বল্!
সকলে। (বাল্মীকির প্রতি) এখন কর্ব’ কি বল্!
প্রথম দস্যু। হো রাজা, হাজির রয়েছে দল!
সকলে। বল্ রাজা, কর্ব’ কি বল্, এখন কর্ব’ কি বল্!
প্রথম দস্যু। পেলে মুখেরি কথা, আনি যমেরি মাথা,
ক’রে দিই রসাতল।
সকলে। ক’রে দিই রসাতল।
সকলে। হো রাজা, হাজির রয়েছে দল–
বল্ রাজা, কর্ব’ কি বল্, এখন কর্ব’ কি বল্!
সকলে। (বাল্মীকির প্রতি) এখন কর্ব’ কি বল্!
প্রথম দস্যু। হো রাজা, হাজির রয়েছে দল!
সকলে। বল্ রাজা, কর্ব’ কি বল্, এখন কর্ব’ কি বল্!
প্রথম দস্যু। পেলে মুখেরি কথা, আনি যমেরি মাথা,
ক’রে দিই রসাতল।
সকলে। ক’রে দিই রসাতল।
সকলে। হো রাজা, হাজির রয়েছে দল–
বল্ রাজা, কর্ব’ কি বল্, এখন কর্ব’ কি বল্!
ঝিঁঝিট
বাল্মীকি।
শোন্ তোরা তবে শোন্!
অমানিশা আজিকে পূজা দেব কালীকে–
ত্বরা করি যা তবে, সবে মিলি যা তোরা,
বলি নিয়ে আয়।
অমানিশা আজিকে পূজা দেব কালীকে–
ত্বরা করি যা তবে, সবে মিলি যা তোরা,
বলি নিয়ে আয়।
[ বাল্মীকির প্রস্থান
রাগিনী বেলাবতী
সকলে মিলিয়া। তবে আয় সবে আয়, তবে
আয় সবে আয়,
তবে ঢাল্ সুরা, ঢাল্ সুরা, ঢাল্ ঢাল্ ঢাল্!
দয়া মায়া কোন্ ছার। ছারখার হোক্!
কেবা কাঁদে কার তরে, হাঃ হাঃ হাঃ!
তবে আন্ তলোয়ার, আন্ আন্ তলোয়ার,
তবে আন্ বরষা, আন্ আন্ দেখি ঢাল–
প্রথম দস্যু। আগে পেটে কিছু ঢাল্, পরে পিঠে নিবি ঢাল–
হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ!
তবে ঢাল্ সুরা, ঢাল্ সুরা, ঢাল্ ঢাল্ ঢাল্!
দয়া মায়া কোন্ ছার। ছারখার হোক্!
কেবা কাঁদে কার তরে, হাঃ হাঃ হাঃ!
তবে আন্ তলোয়ার, আন্ আন্ তলোয়ার,
তবে আন্ বরষা, আন্ আন্ দেখি ঢাল–
প্রথম দস্যু। আগে পেটে কিছু ঢাল্, পরে পিঠে নিবি ঢাল–
হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ হাঃ হাঃ, হাঃ হাঃ!
জংলা ভূপালি
সকলে।
(উঠিয়া
)
কালী কালী বলো রে আজ–
বল হো, হো হো, বল হো, হো হো, বল হো–
নামের জোরে সাধিব কাজ–
হাহাহা হাহা হাহাহা হাহাহা!
বল হো, হো হো, বল হো, হো হো, বল হো–
নামের জোরে সাধিব কাজ–
হাহাহা হাহা হাহাহা হাহাহা!