Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


শিশু ভোলানাথ -মর্ত্যবাসী,৩
শিশু ভোলানাথ

          মিটমিটিয়ে জ্বলে বাতি।

চালতা - শাখে

          পেঁচা ডাকে,

                   বাড়ে রাতি।

স্বর্গে যাওয়া দেব ফাঁকি

                   বলছি, কাকী,

          দেখব আমায় কে কী করে।

চিরকালই

          রইব খালি

                   তোমার ঘরে।