Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
কথা - স্বামীলাভ,২
কথা
বুঝিতে না পারি কথা নারী রহে চাহি
বিস্ময়ে অবাক্ —
কহে করজোড় করি, ‘ স্বামী যদি পাই
স্বর্গ দূরে থাক্।'
তুলসী কহিল হাসি, ‘ ফিরে চলো ঘরে,
কহিতেছি আমি,
ফিরে পাবে আজ হতে মাসেকের পরে
আপনার স্বামী।'
রমণী আশার বশে গৃহে ফিরি যায়
শ্মশান তেয়াগি —
তুলসী জাহ্নবীতীরে নিস্তব্ধ নিশায়
রহিলেন জাগি।
নারী রহে শুদ্ধচিতে নির্জন ভবনে —
তুলসী প্রত্যহ
কী তাহারে মন্ত্র দেয়, নারী একমনে
ধ্যায় অহরহ।
এক মাস পূর্ণ হতে প্রতিবেশীদলে
আসি তার দ্বারে
শুধাইল, ‘ পেলে স্বামী?' নারী হাসি বলে,
‘ পেয়েছি তাঁহারে।'
শুনি ব্যগ্র কহে তারা, ‘ কহো তবে কহো
আছে কোন্ ঘরে।'
নারী কহে, ‘ রয়েছেন প্রভু অহরহ
আমারি অন্তরে।'