
Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
কথা - গুরু গোবিন্দ,৭
কথা
বলিতে বলিতে প্রভাততপন
উঠিল আকাশ - ' পরে।
গিরির শিখরে গুরুর মুরতি
কিরণছটায় প্রোজ্জ্বল অতি —
বিদায় মাগিল অনুচরগণ,
নমিল ভক্তিভরে।