
Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
কথা - বিবাহ,৫
কথা
কন্যা বসে আছেন যোগাসনা।
জয়ধ্বনি উঠে শ্মশান - মাঝে,
হুলুধ্বনি করে পুরাঙ্গনা।
কন্যা বসে আছেন যোগাসনা।
জয়ধ্বনি উঠে শ্মশান - মাঝে,
হুলুধ্বনি করে পুরাঙ্গনা।