Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


মহুয়া - বন্দিনী, ২
মহুয়া

              বাঁধনে তাই জাদু লাগে,

              বীণার তারে মূর্তি জাগে,

রাগিণীতে মুক্তি সে দেয়, ওগো আমার দূর,

তোমার দেওয়া না-শোনা গান বাঁধে যে তার সুর।