Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


মহুয়া - ছায়া, ২
মহুয়া

       তব দানে ওগো আনমনা,

       দিয়ো মোরে তোমার বেদনা।

            যে বন কুয়াশা-ছাওয়া

            ঝরা ফুল সেথা পাওয়া,

       থাক্‌ তাহে শিশিরের কণা।