Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


সোনার তরী - বিশ্বনৃত্য,৫
সোনার তরী

বিপুল গভীর মধুর মন্দ্রে

         বাজুক বিশ্ববাজনা!

উঠুক চিত্ত করিয়া নৃত্য

         বিস্মৃত হয়ে আপনা।

টুটুক বন্ধ, মহা আনন্দ,

নব সংগীতে নূতন ছন্দ —

হৃদয়সাগরে পূর্ণচন্দ্র

         জাগাক নবীন বাসনা।