Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
স্মরণ - ৩
৩
প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার —
আর কভু আসিবে না।
বাকি আছে শুধু আরেক অতিথি আসিবার,
তারি সাথে শেষ চেনা।
সে আসি প্রদীপ নিবাইয়া দিবে এক দিন,
তুলি লবে মোরে রথে —
নিয়ে যাবে মোরে গৃহ হতে কোন্ গৃহহীন
গ্রহতারকার পথে।
ততকাল আমি একা বসি রব খুলি দ্বার,
কাজ করি লব শেষ।
দিন হবে যবে আরেক অতিথি আসিবার
পাবে না সে বাধালেশ।
পূজা - আয়োজন সব সারা হবে একদিন,
প্রস্তুত হয়ে রব —
নীরবে বাড়ায়ে বাহু - দুটি সেই গৃহহীন
অতিথিরে বরি লব।
যে জন আজিকে ছেড়ে চলে গেল খুলি দ্বার
সেই বলে গেল ডাকি,
‘ মোছো আঁখিজল, আরেক অতিথি আসিবার
এখনো রয়েছে বাকি। '
সেই বলে গেল, ‘ গাঁথা সেরে নিয়ো একদিন
জীবনের কাঁটা বাছি,
নবগৃহ - মাঝে বহি এনো, তুমি গৃহহীন,
পূর্ণ মালিকাগাছি। '
আর কভু আসিবে না।
বাকি আছে শুধু আরেক অতিথি আসিবার,
তারি সাথে শেষ চেনা।
সে আসি প্রদীপ নিবাইয়া দিবে এক দিন,
তুলি লবে মোরে রথে —
নিয়ে যাবে মোরে গৃহ হতে কোন্ গৃহহীন
গ্রহতারকার পথে।
ততকাল আমি একা বসি রব খুলি দ্বার,
কাজ করি লব শেষ।
দিন হবে যবে আরেক অতিথি আসিবার
পাবে না সে বাধালেশ।
পূজা - আয়োজন সব সারা হবে একদিন,
প্রস্তুত হয়ে রব —
নীরবে বাড়ায়ে বাহু - দুটি সেই গৃহহীন
অতিথিরে বরি লব।
যে জন আজিকে ছেড়ে চলে গেল খুলি দ্বার
সেই বলে গেল ডাকি,
‘ মোছো আঁখিজল, আরেক অতিথি আসিবার
এখনো রয়েছে বাকি। '
সেই বলে গেল, ‘ গাঁথা সেরে নিয়ো একদিন
জীবনের কাঁটা বাছি,
নবগৃহ - মাঝে বহি এনো, তুমি গৃহহীন,
পূর্ণ মালিকাগাছি। '