Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


গীতাঞ্জলি - ৪৬
৪৬

আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব।

তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব।

              কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ,

              চিরজনম এমন করে ভুলিয়ো নাকো,

              অসম্মানে আনো টেনে পায়ে তব।

              তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব।

 

আমি তোমার যাত্রীদলের রব পিছে,

স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে।

প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে,

আমি কিছুই চাইব না তো রইব চেয়ে ;

              সবার শেষে বাকি যা রয় তাহাই লব।

             তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব।