Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পরিশেষ - পান্থ, ২
পরিশেষ

                নাইকো চরম পরিণাম ;

                 তীর্থ তব পদে পদে ;

  চলিয়া তোমার সাথে মুক্তি পাই চলার সম্পদে,

         চঞ্চলের নৃত্যে আর চঞ্চলের গানে,

         চঞ্চলের সর্বভোলা দানে —

         আঁধারে আলোকে,

  সৃজনের পর্বে পর্বে, প্রলয়ের পলকে পলকে।