Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


গীতাঞ্জলি - ১১৭,২
গীতাঞ্জলি

              বাতাস কাঁদে কোন্‌ কুসুমের ঘ্রাণে,

              কে গো সেথায় স্নিগ্ধ দু-নয়ানে

                    অনাদিকাল চাহে আমার তরে।