Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
পরিশেষ - নির্বাক্, ২
পরিশেষ
সাগরশেষে দেখেছি একদিন
মিলিছে সেথা বহু নদীর ধারা —
ফেনিল জল দিক্সীমায় লীন
অপারে দিশাহারা।
তরণী মোর নানা স্রোতের টানে
অবোধসম কাঁপিছে থরথরি,
ভেবে না পাই কেমনে কোন্খানে
বাঁধিব মোর তরী।
তেমনি আজি তোমার মুখে চাহি
নয়ন যেন কূল না পায় খুঁজি,
অভাবনীয় ভাবেতে অবগাহি
তোমারে নাহি বুঝি।
মুখেতে তব শ্রান্ত এ কী আশা,
শান্তি এ কী, গোপন এ কী প্রীতি,
বাণীবিহীন এ কী ধ্যানের ভাষা,
এ কী সুদূর স্মৃতি ;
নিবিড় হয়ে নামিল মোর মনে
স্তব্ধ তব নীরব গভীরতা —
রহিনু বসি লতাবিতান-কোণে,
কহি নি কোনো কথা।