Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


শিশু-উপহার, ৩
শিশু

           সাথে যায় দ্রুতচরণে।

তেমনি তুমিও থাক না'ই থাক,

           মনে কর মনে কর না,

পিছে পিছে তব চলিবে ঝরিয়া

           আমার আশিস-ঝরনা॥