Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পরিশেষ - বিচার, ২
পরিশেষ

   আকাশ হতে এনেছে বাণী,

             মাটির সে যে মিতা।

   ওই তো ঘাসে আষাঢ়মাসে

             সবুজে লাগে বান —

  সকল ধরা ভরিয়া দিল

             সহজ তার দান।

  আপনা ভুলি সহজ সুখে

             ভরুক তব হিয়া,

  পথিক, তব পথের ধন

             পথেরে যাও দিয়া।