Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


পরিশেষ - আতঙ্ক, ৩
পরিশেষ

                      আতঙ্কের জঙ্গল উঠেছে।

            চারি দিকে সারি সারি জীর্ণ ভিতে

           ভেঙেপড়া অতীতের বিরূপ বিকৃতি।

                 কাপুরুষে করিছে বিদ্রূপ।