Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)
নবজাতক - হিন্দুস্থান, ২
নবজাতক
বহু শতাব্দীর যত মান অসম্মান।
ভগ্নজানু প্রতাপের ছায়া সেথা শীর্ণ যমুনায়
প্রেতের আহ্বান বহি চলে যায়,
বলে যায় —
আরো ছায়া ঘনাইছে অস্তদিগন্তের
জীর্ণ যুগান্তের।