Published on রবীন্দ্র রচনাবলী (https://xn--u5bxfcqewdax4kraj7ob.xn--45brj9c)


নবজাতক - ইস্টেশন, ৩
নবজাতক

      ইস্টেশনে একা।

 

          এক তুলি ছবিখানা এঁকে দেয়,

           আর তুলি কালি তাহে মেখে দেয়।

          আসে কারা এক দিক হতে ওই,

          ভাসে কারা বিপরীত স্রোতে ওই।